পলিসিমেকার – সরকার? নাকি মিডিয়া?
ছোট বড় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে মিডিয়া একটা অদ্ভুত মেলড্রামা তৈরি করে। তারা জনমানসে সুচারুভাবে গেঁথে দেয় এই পরিস্থিতিতে সরকারের কি করা উচিৎ ছিল। আর আমরা সাধারণ মানুষ, যেহেতু আমাদের খুব একটা তলিয়ে ভাবার দায় নেই, মিডিয়ার বাতলে দেওয়া সেই রাবিশ গুলো দিয়েই যাচাই করতে বসি সরকারের কর্মকাণ্ডকে। এই যেমন ধরুন, আমরা অনেক দিন ধরেই …