স্বগতোক্তি

আমাদের চিন্তা ভাবনা কতটা আমাদের নিজস্ব?

আনন্দ আমাদের ল্যাবে বেশ কাজের ছেলে। এত কাজের ফাঁকেও রোজ রাতে এক ঘণ্টা ফেসবুক করে। তাই দেশ আর দশের সব কিছুই ওর নখের ডগায়। আমার ছোট মাথায় কিছুই বিচার আসে না। ও-ই ভরসা।
এদিকে ফেসবুক এ একটা বেশ রাজনীতি সচেতন গুরু গম্ভীর পোস্ট না দিলেই নয়। তাই ধরলুম তাকে।
ভাই, মোদী তো এলো। এবার দেশ টা তাহলে গোল্লায় যাবে, কনফার্ম ? কি বল?
“আমার কি মনে হয় জানিস?” দিয়ে একটা লম্বা বক্তৃতা দেবে ভেবে প্রস্তুত হচ্ছি, দেখি ব্যাটা পুরো ব্ল্যাঙ্ক!
বলে, “দেখ ভাই, আমি যেটা আমার ভাবনা ভাবতুম, realise করলুম, সবই ধার করা। এই এ ও সে যা যা বলে সেগুলোই পেটের ভেতর গিয়ে তাল গোল পাকিয়ে পরে একটা ইনটেলেকচুয়াল লেকচার হয়ে বেরিয়ে আসে। এখন সব source-ই confused. paper এর এডিটর রাও রাতারাতি লাইন পাল্টাচ্ছে। তোকে মাস খানেক পরে জানাবো।”
অগত্যা…

Leave a Reply

A Soliloquy
A bilingual blog in Bengali and English. © A Soliloquy