স্বগতোক্তি

কতটা পথ পেরোলে বল মন্ত্রি হওয়া যায়?

ক্যান্টিনে একটা chicken rice order করে বসেছি, দেখি ইন্দ্রনীল একা একা বসে হাসছে! কাছে গিয়ে খোঁচালুম, কি রে, একলা বসে ক্যাবলার মত হাসিস কেন?
– এই ভাবছিলাম, এই যে এরা মন্ত্রী প্রধান মন্ত্রী হচ্ছে, Basically এদের যোগ্যতা টা কি? না এরা হেব্বি বক্তৃতা করে। জনমোহিনী, পাবলিক খায়। তো ধর, কাল রহিমকে ফ্লাইট চালাতে দিলাম, ও বেশ গুছিয়ে কথা বলে। কিংবা সুরজিৎ কায়দার বাতেলা মারে। বলা হল, ভাই, মহাকাশ গবেষণার ব্যাপারটা তুই ই দেখ। কিংবা সুপ্রিয় কথার ছলে দিব্যি মেয়ে পটায়। ওকে বলা হল, মা’র অপারেশন টা তুই ই কর… কেমন হবে?

জানতাম ইন্দ্রনীল কথা কম বলে, ভাবে বেশি।তাই বলে এত আজগুবি সব ভাবনা! আমি আর ঘাঁটালাম না… ততক্ষণে order ও এসে গেছে।

Leave a Reply

A Soliloquy
A bilingual blog in Bengali and English. © A Soliloquy