স্বগতোক্তি

ইমেইল সাবস্ক্রিপসন

বলছিলাম, আপনি যদি মনে করেন নেহাতই হঠাত করে এই তল্লাটে এসে পড়েছেন, এবং দু একটা পোস্টে একটু চোখ বুলিয়েই কেটে পড়বেন, আমি বলব সেটা মোটেও মন্দ প্ল্যান না। এবং আসার জন্যে অবশ্যই ধন্যবাদ।

আর যদি ইচ্ছা করেন যে, এই রকম নতুন কিছু পোস্ট হলে মাসে এক দুবার আপনার ইনবক্সে গিয়ে একটু জানিয়ে আসব, তাহলে বাধিত হব যদি সাবস্ক্রাইব করেন। তাতে আমরা দুজনেই একে অপরকে এই সব আবোলতাবোল জিনিস পড়ে বা লিখে সময় নষ্ট করার জন্যে অনুপ্রাণিত করতে পারি। সেক্ষেত্রে আপনাকে সুস্বাগতম!

বলাই বাহুল্য নতুন পোস্টের খবর দেওয়া ছাড়া আপনার মেইল আই ডি নিয়ে আমার করার কিছুই নেই।

A Soliloquy
A bilingual blog in Bengali and English. © A Soliloquy