হেরে গেলাম, নাকি জিতে গেলাম?
আমাদের ২০ জন মারা গেলো। ওদের X জন। আপাতত নাকি আলাপ আলোচনা করে দু পক্ষেই সেনা সরিয়ে নিয়েছে গোলমালের জায়গা থেকে। কিন্তু ৭০ বছর ধরে চলা বিবাদে কিছু সুরাহা হল কি? কার বাউন্ডারী কত খানি, সে নিয়ে তো মীমাংসা কিছুই হল না। আজ থেমে থাকলেও কাল তো আবার চলবে ঘুষোঘুষি, সীমান্তে। আর তজ্জন্যে দেশের ভেতরে, অনেকটা ভেতরে, অনেক মানুষ যে গরীব রয়ে গেলো, সেটাতে সময় দেওয়া সম্ভবপর হবে না। দু দেশেই। তাহলে কেউই তো জিতল না মশাই? সেখানে এই নাম্বার নিয়ে খেলে ক্ষতি বই লাভ তো কিছু নেই! হিসাবটা তো সোজাই।
হেরে গেলাম, নাকি জিতে গেলাম? Read More »