স্বগতোক্তি

government

করোনা ভাইরাস এবং জুতা-আবিষ্কার

জুতা-আবিষ্কার গল্পটা মনে আছে? লকডাউন ব্যাপারটা বেশ খানিকটা ওই রকম। যার করোনা হয়েছে তাকে ঘরবন্দি না করে দেশ সুদ্ধু লোককে ঘরবন্দি করা!! আপাতত লক্ষ কোটি টাকার ধুলো উড়ানোর পর এই রইলো হাজার কোটি টাকার জুতো। আমার মোটা মাথা। জুতোটা মাপে খাটো হবে, নাকি বড় – সে বিচারের ভার আপনার।

উম্পুনে কলকাতা – উত্তর কোরিয়াও জ্ঞান দেয় মাঝে সাঝে!

মাঝে মাঝে মনে হয় ক্লাস এর ‘bad boy’ থেকেও কিছু জিনিস শেখা যেতেই পারে। উত্তর কোরিয়ায় শীত কালে তুষার পড়ে রাস্তা ব্লক হলে কি হয়? জনগণই অফিস যাবার আগে নিজেরা বেলচা টেলচা নিয়ে তুষার সরিয়ে দেয়। এটাই তাদের ডিউটি।

A Soliloquy
A bilingual blog in Bengali and English. © A Soliloquy