স্বগতোক্তি

War

একটি দুঃস্বপ্ন, সঙ্গে কোভিড

টাক মাথা, সাদা দাড়ি, হাওয়াই চপ্পল, ক্লিন শেভিত সব মুখ টিভিতে দেখা যাচ্ছে বটে। তবে ভোট ভিক্ষার পাত্র নিয়ে, গদির টিকিট চাইতে! কী আর করা যাবে। এ পোড়া দেশে নেতা নির্বাচন হয় সিয়াচেনে যুদ্ধ করবে বলে। অজানা ভ্যাক্সিন সিলেবাসেই নেই!

হেরে গেলাম, নাকি জিতে গেলাম?

China vs India

আমাদের ২০ জন মারা গেলো। ওদের X জন। আপাতত নাকি আলাপ আলোচনা করে দু পক্ষেই সেনা সরিয়ে নিয়েছে গোলমালের জায়গা থেকে। কিন্তু ৭০ বছর ধরে চলা বিবাদে কিছু সুরাহা হল কি? কার বাউন্ডারী কত খানি, সে নিয়ে তো মীমাংসা কিছুই হল না। আজ থেমে থাকলেও কাল তো আবার চলবে ঘুষোঘুষি, সীমান্তে। আর তজ্জন্যে দেশের ভেতরে, অনেকটা ভেতরে, অনেক মানুষ যে গরীব রয়ে গেলো, সেটাতে সময় দেওয়া সম্ভবপর হবে না। দু দেশেই। তাহলে কেউই তো জিতল না মশাই? সেখানে এই নাম্বার নিয়ে খেলে ক্ষতি বই লাভ তো কিছু নেই! হিসাবটা তো সোজাই।

A Soliloquy
A bilingual blog in Bengali and English. © A Soliloquy