এই ইনফরমেশনের যুগে আমরা সদাই বেতিব্যস্ত হয়ে উঠছি চারদিক থেকে পাওয়া নানা খবর আর আপডেটের ঠেলায় – উৎস নির্ভর করছে আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দের ওপর – সেটা খবরের কাগজ হতে পারে, টিভি চ্যানেল কিংবা সোশ্যাল মিডিয়া হতে পারে, কিংবা হতে পারে পাশের বাড়ির তপন জেঠু বা অফিসের কলিগ। তো এটা খুবই স্বাভাবিক যে একটা সময়ে আমরা যে যার নিজের নিজের মত করে মতামত তৈরি করি এবং অনেক সময়েই নিজের ঘরানার আবেগ অনুভূতি আর যুক্তির চচ্চড়ি করে সেগুলো এখানে ওখানে শেয়ার করে থাকি। আম্মো খুব একটা ব্যতিক্রম নই। এখানে রইলো আমার গুলো।
বলে রাখি, এগুলোর অধিকাংশই যে খুব একটা তলিয়ে ভেবে লেখা নয়, সেটা বুঝতে মাথা খাটাতে হয় না। যাই হোক, তাতে কি যায় আসে। প্রসঙ্গত, এই পোস্টগুলো সমকালীন মিডিয়া গুঞ্জনের সঙ্গে একটু বেশি ওতপ্রোত ভাবে সম্পর্কিত, সে দিক দিয়ে আমার ডায়েরীর পোস্টগুলোর থেকে খানিকটা আলাদা।
ডাক্তার বনাম রোগী- গোলটা আসলে কোথায়?
এই সিরিয়াস সময়ে দুটো সিরিয়াস কথা না লিখলেই নয়। এখন সহানুভূতি আর সংবেদনশীলতা দেখানোর হিড়িকে আপনি গাইতেই পারেন, ডাক্তার রা ভগবান। কিন্তু ঘটনা হল তাঁরা নন, তাঁরা আমি আপনার মতই মানুষ। আপনার জীবনে মৃত্যু বলতে হয়তো আপনার ঠাকুরদার হার্ট attack কিংবা ছোটো পিসির বড় ছেলের বাইক accident। হাতে গোনা। কিন্তু…