মুভি কি সত্যিই সমাজের দর্পণ?

এই যে globalisation এর ফলে আমাদের সমাজে ওয়েস্টার্ন কালচার এর বাজে জিনিস গুলো ঢুকে পড়ছে সেটা আমার মোটেও…

সবে একটা গুরু গম্ভীর philosophy উগড়াতে শুরু করেছি, নৈঋত দা থামিয়ে দিয়ে বললো, আচ্ছা এই যে ওয়েস্টার্ন কালচার নিয়ে চেঁচামেচি করিস; ঠিক জানিস সেটা কেমন? ওখানে সব বাবা মা বছরে গড়ে আড়াই বার ডিভোর্স করে, আর বাচ্চা দের প্রতি কোনও ডিউটি নেই? মেয়েরা সবাই রাস্তা ঘাট কে fashion show এর ramp ভেবে বসে আছে, স্কুল এর ছেলে মেয়েরা assignment নয় শুধু ব্যাচেলর পার্টি করে? জানিস USA তেও alcohol কিনতে গেলে minimum age হতে হয় 21? Average age of loosing virginity is 17. আর আমাদের দেশে তো তার আগেই কত মেয়েরই বিয়ে বাচ্চা হয়ে যাচ্ছে। শোন, Hollywood মুভি দেখে দেখে ওয়েস্টার্ন কালচার বোঝার চেষ্টা টা ছাড়। একটা বাংলা বা হিন্দি মুভি র নাম বলত যেটা থেকে সাধারন ইন্ডিয়ান মানুষের জীবনের ছবি টা পাওয়া যায়।

আমি লাফিয়ে উঠে বললুম, কেন? প্রাক্তন, ইচ্ছে, বাংলাতেই কত ভালো ভালো মুভি হচ্ছে!

মৃদু হেসে নৈঋত দা বলে চললো, ভালো মুভি আর real লাইফ এর মুভি এক জিনিস নয় রে পাগলা! এই যে “ইচ্ছে”, আমারও favourite একটা মুভি। তা মনে করে বলতো তোর স্কুল ব্যাচ এ কত জনের আদৌ একটা অন্তত প্রেম ট্রেম হয়েছে? শোন মুভি তে সব কিছুই larger than life. নইলে কেউ দেখবেই না। Hollywood এর চশমা দিয়ে ওয়েস্টার্ন কালচার দেখাটা বন্ধ কর। আঁতলামি তার পরে মারিস..

এবার আমার একটু গায়ে লাগলো। আমায় গালাগাল করে নিজেই আঁতলামি মেরে যাচ্ছে! আর নিতে পারলাম না।

Leave a Reply

Scroll to Top