আমার ছোট বেলার ফিজিক্স টিচার। একদিন জিজ্ঞেস করেছিলাম, আপনার যা রেজাল্ট ছিল, আরও এগলেন না কেন?
যদি ভাবিস অনেকটা উঁচুতে উঠে গেলে খুব খুশি হবি, চারপাশে তাকিয়ে দেখবি সেখানেও এক গাদা লোক! আর সব কটা confused, আরও কতটা উঁচুতে উঠতে হবে! তার থেকে না হয় একটু নিচেই থাকলাম। একটু জিরিয়ে নিয়ে না হয় জীবনটা একটু বেশি উপভোগ করলাম।
তখন মানে বুঝি নি। কাল জীবনের প্রথম পেপার বেরিয়েছে। খবর শুনে খুব খুশি হলেন। কথায় কথায় বলে ফেললেন, জানিস আমার যেদিন প্রথম পেপার টা বেরিয়েছিল, Nature physics! সবার আগে মাকে জানিয়েছিলাম। মা বুঝতে পারে নি পেপার কি! জিজ্ঞেস করেছিল, খোকার কি এবার মাইনে বাড়বে! তখনই ডিসিশনটা নিই, বিদেশে আর যাই নি। যে ছোট ছোট সুখ গুলো কাছের মানুষদের সঙ্গেই শেয়ার করা যায় না, মনে হল তার পেছনে দৌড়ে লাভ কি …
Note: Not my story. এটাও সুমনের ডায়েরি থেকে! 😂