ক্যান্টিনে একটা chicken rice order করে বসেছি, দেখি ইন্দ্রনীল একা একা বসে হাসছে! কাছে গিয়ে খোঁচালুম, কি রে, একলা বসে ক্যাবলার মত হাসিস কেন?
– এই ভাবছিলাম, এই যে এরা মন্ত্রী প্রধান মন্ত্রী হচ্ছে, Basically এদের যোগ্যতা টা কি? না এরা হেব্বি বক্তৃতা করে। জনমোহিনী, পাবলিক খায়। তো ধর, কাল রহিমকে ফ্লাইট চালাতে দিলাম, ও বেশ গুছিয়ে কথা বলে। কিংবা সুরজিৎ কায়দার বাতেলা মারে। বলা হল, ভাই, মহাকাশ গবেষণার ব্যাপারটা তুই ই দেখ। কিংবা সুপ্রিয় কথার ছলে দিব্যি মেয়ে পটায়। ওকে বলা হল, মা’র অপারেশন টা তুই ই কর… কেমন হবে?
জানতাম ইন্দ্রনীল কথা কম বলে, ভাবে বেশি।তাই বলে এত আজগুবি সব ভাবনা! আমি আর ঘাঁটালাম না… ততক্ষণে order ও এসে গেছে।