প্রশান্ত বলছিল, দেখ ভাই, এই যে আজকাল যোগ নিয়ে এত্ত সব এটা ওটা হচ্ছে. আমার তো দোষের মনে হয় না. এটা তো world কে দেওয়া আমাদের কালচার এর একটা বেশ ভালো জিনিস. তো সেটা যদি একটু প্রমোট করে, খারাপ কি.
ওকে কখনও বিজেপির বড় supporter আমার মনে হয় নি. আমি তখন kurkure খেতে খেতে ফুরফুরে মেজাজে ছিলাম. মনে ধরলো কথাটা.