-কি ভাবছ?
-কি বলব! এ এক উদ্ভট ভাবনা।
-শুনি না।
-আচ্ছা, আমার যেমন এই আকাশটা দেখে নীল মনে হচ্ছে, তোমারও কি তেমনি নীল মনে হচ্ছে?
-যা বাবা! নীল আকাশ নীল মনে হবে না তো কি লাল?
-না, মানে ধরো, তোমার আকাশ টা দেখে যে অনুভূতি হচ্ছে সেটা আমার লাল রং দেখে হয়। আর আমার আকাশ দেখে যে অনুভূতি হচ্ছে, তোমার সেটা সবুজ দেখে হয়। দুজনেই জানি যে আকাশটা নীল। কিন্তু দুজনের অনুভূতি আদতে আলাদা!
-ধুর! কি সব বাজে বকো কেবল।
–
–
–
-কী চুপ করে গেলে যে।
-না, ভাবছি আমি যেভাবে জগত টাকে দেখি, তুমি হয়তো সেভাবে দেখো না। অথচ তোমায় তা বোঝাতে পারব না। কারণ আমিও জানি না তুমি কেমন করে দেখ।
-ধুর! ছাড় তো। জগত তো একটাই। যতো খালি আবোল তাবোল ভাবনা। সিঙারা খাবে? জগদীশ ক্যান্টিন থেকে…